সেদিন টা !!

চোপড়া

চোপড়া এক অদ্ভদ চরিত্রের নাম। অদ্ভদ বলার পিছনে বেশ কিছু কারণ আছে।কাকতালিয় ভাবে হলেও সত্য চোপড়ার সাথে আমার মেন্টালিটি অনেকটা মিল ছিল।এটার একটা ভালো দিক ছিল আবার খারাপ দিক ছিল।সে কাউকে মুখের উপর কিছু বলতে পারতো না। যদিও সে কোন ভূল করতো। এতে চোপড়া এমন ভাব করতো মনে হয় সে কিছুই বুঝে নাই, কিন্ত মনে মনে সে প্রচন্ড রাগ করতো বা মন খারাপ করতো।আমার এমন অনেক আচারণ ছিল যেগুলো সে খুব রাগ অনুভব করতো কিন্ত আমায় কখনো বলতো না।আমি ঠিকি বুজতাম ও এ কারণে মন খারাপ করেছে।
চোপড়া দেখতে অসাধারণ সুন্দর।মন টাও অনেক সুন্দর। সবমিলিয়ে আমি যেমন চাইতাম চোপড়া যেন তেমনি ডিজাইনকৃত একজন।চোপড়ার সাথে আমার সিংহভাগ সময় ই ভালো কেটেছে আর যতটুকো সময় খারাপ ছিল সেটা আমার কারণে।সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো চোপড়াকে আমি অনেক লাভ করতাম কিন্ত চোপড়া ছেড়ে যাওয়ার কারণ ‍তাকে নাকি আমি ভালোবাসি না।এটা বলার পিছনে কিছু কিছু কারণ ছিল। সে দোষ গুলোও আমারই ছিল।অনেক চেষ্টা করেছিলাম চোপড়ার ভূল ভাঙানোর কিন্ত তখন বড্ড দেড়ি হয়ে গেছিল। যে কারণে চোপড়া আর ফিরে আসলো না।একদিন দিয়াবাড়িতে বসে ছিলাম দু’জন, কথার মাঝে সে বললো ‘ধরো আমাদের সম্পর্ক ভেঙে গেল, অনেক দিন পর আমি তোমাকে দেখা করতে বললাম, একটু সময় চাইলাম তাহলে কি তুমি দিবে একটু সময় ? আমি সেদিন মিথ্যা বলেছিলাম, যে নাহ দিবো নাহ।
আমিও একই প্রশ্ন করলাম বললাম তুমি কি দিবে? বিলম্ব ছাড়াই টপ করে বলে দিলে অবশ্যই দিবো, এক্স বিএফ বলে কথা। সেই কথাটা বার বার মনে পড়ে, কিন্ত চোপড়া আর দেখা দিল না। আমি চোপড়াকে বার বার অনুরোধ করেছিলাম একটা বার দেখা করো, শেষ বারের মতো দেখা করো, তুমিই তো বলেছিলে সম্পর্ক ভাঙ্গার পর ও আমি চাইলে একদিন সময় দিবা কিন্ত কই  তুমি তো আজ তোমার সেই কথা ভূলে যাচ্ছো।তার উক্তি ছিল “I abhor you"
চোপড়াকে আমি কতটা ভালোবাসতাম সেটা হারে হারে অনুভব করলাম যখন সে ছেড়ে গেল।মনে হচ্ছিল এমন কোনো উপায় যদি থাকতো যার মাধ্যম দিয়ে চোপড়াকে আরেক বার ফিরানো সম্ভব।কিন্ত পাইনি তেমন কিছু্।আমি জানি না চোপড়া এখন কেমন আছে কোথায় আছে।একটা বছর তার সাথে কোনো যোগাযোগ নাই।সবগুলো সাইড থেকে আমাকে ব্লক করে রেখেছে।চোপড়া আমাকে একদিন বলেছিল, আমার কিন্ত অনক রাগ। আমি বললাম কই রাগ? আমি এতদিনে একবার ও তোমার রাগ দেখলাম না? সে বললো, আমার রাগ হয় চূড়ান্ত পর্যায় গিয়ে।যদি একবার রেগে যাই, তো আমি যে কারণে রাগ করেছি সেটার উপরই বহাল থাকি।আজ  বুঝতে পারছি সত্যিই তোমার কঠিন রাগ।যেই মেয়েটা ২৪/৭ কথা না বলে থাকতে পারতো না, গভির রাতে হঠাৎ ঘুম ভাঙলে তখনও ২ মিনিট কথা না বলে ঘুমাত না, সে আজ শত শত দিন কথা না বলে দিব্যি কাটিয়ে দিচ্ছে।এই তো সেদিন ঢাবির ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য বাসার পাশে ১ মিনিট হাটলেই জনতা ব্যাংক, তুমি একাই জমা দিলে দিতে পারতে, কিন্ত তা করোনি, আমাকে দিয়েই যেনো সেই টাকা জমা দিতে হবে। রাত তিনটায় ফোন দিয়ে  আমার ঘুম ভাঙিয়ে ভোর হয়ে গেছে বলে মজা নেওয়া সবই এখন অতীত। আমি জানি না তুমি ছেড়ে যাওয়ার পর থেকে কেন এত বেশি মনে পড়ে। কোথায় যেন শুনেছিলাম কাউকে বেশি মনে পড়ার অর্থ সেও তাকে বেশি মনে করছ। তবে কি ধরে নিব, তুমি তোমার কঠিন রাগের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ ? বার বার মনে পড়লেও ভূলে থাকার চেষ্টা করছো ? নাকি মনেই পড়ে না!  কোনটা ??????????????
চোপড়া তোমার কি সমস্যা কেন ফিরে আসতে পারছো না? আমার মনে হয় কি জানো, তুমি আমার সাথে বেঈমানি করেছো,হয়ত অন্য কারো সাথে রিলেশণ কন্টিনিউ করছো বাট আমার কাছে এটা গোপন রেখে ফ্যামেলি সমস্যার অযুহাত দিচ্ছো।তবুও বলি, তুমি যদি কোনো দিন আমার কাছে ফিরে আসার সুযোগ পাও, প্লিজ চলে আসো,সবটুকো ভালোবাসা দিয়ে আগলে রাখবো।আর তোমাকে হারাতে দিবো না।তোমার সকল শর্তর বাইরে যাবো না প্রমিস। প্লিজ চলে আসো।
With chopra
I & Chopra

Comments

Popular posts from this blog

Memorable Days

Preposition